প্রেম না জেনে প্রেমের হাটের বুলবুলা।
ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ, মনে গলদ ষোলকলা।।
খাঁদা বাঁধা ভূত-ছাড়ানি সেইটে বড় ভালো জানি।
ও তোর সাধুর হাটের ঘুসঘুসানি মিছে সে আলাপনা।।
বেশ করে সে বোষ্টমগিরি, রস নাই তার গুমর ভারী।
মুখে হরিনামে ডুবায় তরী, তিলক নেয় আর জপের মালা।।
তার মন মেতেছে মদন-রসে, সদায় থাকে সেই আবেশে।
লালন বলে, মিছে মিছে লোক-জানানী প্রেম উতলা।।