প্রেমের সায়রে চলে কুতূহলে
জতেক দেবাদিগণে।
মথন করিল আনন্দ মগনে
সভে একচিত মনে।।
মথিতে সদাই পড়ে ধায়াধাই
আনন্দে মগন জতি।
পায়ল পরসে কটাক্ষ অলসে
তাহা না কহিব কতি।।*
পাই সেই ফলে সায়রের জলে
আনন্দে দেবাদি জতী।
প্রেমের সায়রে পায়র খুজিতে
আনন্দ-লহরীর তী।।
এ তিন আখর দেবতা পায়ল
সুখের নাহিক ওর।
দেখি চণ্ডিদাস গড়েতে আছিল
হইলা মগন ভোর।।