প্রেমভরে ঢরঢর কনয়া কলেবর
নটন রসে ভেল ভোর।
ই দিন যামিনী আবেশে অবশ
প্রিয় গদাধর কোর।।
গোরা পহুঁ করুণাময় অবতার।
যো গুণ কীর্ত্তনে পতিত দূরগত
সভাই পাওল নিস্তার।।
হরি হরি বলি ভুজযুগ তুলি
পুলকে দ্বিগুণ তনু।
অরুণ দিঠি জলে অবনি ভাসল
সুমেরু সিঞ্চিত জনু।।
ঈষৎ হাসনি মধুর ভাসনি
পাষাণ মিলাই যায়।
অখিল জগজন প্রেমে পূরল
দাস গোবিন্দ গায়।।