প্রেমক গুন কহই সব কোই।
যে প্রেমে কুলবতি কুলটা হোই।।
হম জদি জানিএ পিরীতি দুরন্ত।
তব কিএ জাওব পাপক অন্ত।।
অব সব বিসসম লাগএ মোই।
হরি হরি পিরীতি করএ জনি কোই।।
বিদ্যাপতি কহ সুন বরনারি।
পানি পিয়ে পিছে জাতি বিচারি।।
প্রেমক গুন কহই সব কোই।
যে প্রেমে কুলবতি কুলটা হোই।।
হম জদি জানিএ পিরীতি দুরন্ত।
তব কিএ জাওব পাপক অন্ত।।
অব সব বিসসম লাগএ মোই।
হরি হরি পিরীতি করএ জনি কোই।।
বিদ্যাপতি কহ সুন বরনারি।
পানি পিয়ে পিছে জাতি বিচারি।।