প্রেমকো কাহিনী শুনল মুরারি।
পৈঠল মনসিজ বিশিখ সুধারি।।
উতরোল চিত ধৈরয দূরে গেল।
তরল নলিনীদলজলসম ভেল।।
নিজ মুখে কি কহব অন্তর নেহ।
সহচরী কোরে সোঁপল নিজ দেহ।।
কানু কো পিরীতি আরতি জানি।
চললি সখী যহি হরিণীনয়ানী।।
পিয় কো মরম পুছলি রামা।
কহে হরিবল্লভ হরিগুণ গামা।।