প্রিয় সহচরীর অঙ্গে অঙ্গ হেলাইঞা।
হা নাথ বলিঞা কান্দে করুণা করিঞা।।
অনেক পুণ্যের ফলে মিলাওল বিধি।
কে মোর হরিঞা নিলে শ্যাম গুণনিধি।।
যশোমতী নন্দ ঘোষ কি বলিব তারে।
কেমনে বিদায় দিল বনের ভিতরে।।
কি করিব কোথা যাব কহ না উপায়।
পিয়া বিনু হিয়া মোর ধরণে না যায়।।
দুরে রহুঁ কুলবতি ধৈরজ লাজ।
দীনবন্ধু কহে পড়িল অকাজ।।