প্রিয় সখী গমন করল প্রতি বনে বন
প্রবেশল কুণ্ডক তীর।
সুশীতল করি কুঞ্জ অতি সোহন
মলয় পবন বহে ধীর।
সুবলসখা করু কোর।
সহচরী পথ হেরি অন্তর গর গর
ঢর ঢর নয়নকো লোর।।
সচকিত নয়নে নেহারই সহচরী
আকুল শ্যামরু চন্দ।
রঙ্গ পট্টাম্বরে মুখরুচি মোছই
বসন ঢুলায়ত মন্দ।।
কর্পূর তাম্বুল বদনহি পূরল
সচকিত ভেল পীতবাস।
সুন্দরী গমন করল অব নিকটহি
কহতহিঁ গোবিন্দদাস।।