প্রিয়-সখি-সরস-সম্ভাষণ রিপু সম
পবন-হুতাশন ভেল।
অমিঞা কিরণ গরল সম লাগয়ে
কোকিল-স্বর ভেল শেল।।
সখি হে অবহি রজনি অবসান।
না মিলল কান একাকিনি মোহে হেরি
হৃদয়ে দহত পাঁচ-বাণ।।ধ্রু।।
সো মঝু লোচন-পথ-গত না ভেল
অন্তর-গত ভেল মোর।
অতএ সে কামিনি-কাম নিরঙ্কুশ
নিরদয় করতহি জোর।।
কানুক শঠপন অব হম জানলুঁ
বচনে না ভূলব আর।
চন্দ্রশেখর কহে সঙ্কেত পরিহরি
মন্দিরে কর আগুসার।।