প্রিয় সখি ! বলিয়ে তোমায়। দেহ জ্বলে বিচ্ছেদেতে প্রাণবন্ধের প্রেম জ্বালায়।
গৃহে বসি শ্রবণেতে গো আমি শুনলাম বাঁশী বাজায়।
প্রাণহরি নিল বাঁশী উদাসিনী করিয়ে আমায়।
কুক্ষণেতে জলের ঘাটে গো গিয়াছিলাম যমুনায়।
কদমতলে দেখলাম আমি প্রাণ বন্ধে বাঁশী বাজায়।
দাঁড়াইয়াছে কালাচান্দে গো দেখলাম কদম তলায়।
সে অবধি উদাসিনী প্রাণ বন্ধে কৈল আমায়।
নয়ন বাণ প্রাণবন্ধে গো মাইল প্রেম জ্বালায়।
মন উদাসী করি মোর প্রাণ নিল প্রাণ বন্ধুয়ায়।
মন প্রাণ হরি নিয়ে গো প্রাণ বন্ধু রৈল কোথায়।
অপরাধী দেখিয়ে মোরে প্রাণবন্ধে না ফিরিয়া চায়।
শিতালং ফকিরে বলে গো দেহ মোর জ্বলিয়া যায়।
কলঙ্কিনী কৈল মোরে বিচ্ছেদে প্রাণ বন্ধুয়ায়।