প্রিয় সখিগণ সঙ্গে সেবন করিব রঙ্গে
চরণ সেবিব নিজ করে।
দুহুঁক কমল দিঠি কৌতুকে হেরব
দুহু অঙ্গ পুলক অঙ্কুরে ।।
কনক মালতী ফুলে মালা গাঁথি কুতূহলে
পরাইব দোঁহার উপরে।
চৈতন্য চাঁদের দাস এই মনে অভিলাষ
নরোত্তম মনোরথ ধরে।।
প্রিয় সখিগণ সঙ্গে সেবন করিব রঙ্গে
চরণ সেবিব নিজ করে।
দুহুঁক কমল দিঠি কৌতুকে হেরব
দুহু অঙ্গ পুলক অঙ্কুরে ।।
কনক মালতী ফুলে মালা গাঁথি কুতূহলে
পরাইব দোঁহার উপরে।
চৈতন্য চাঁদের দাস এই মনে অভিলাষ
নরোত্তম মনোরথ ধরে।।