প্রিয়সখি নিকটে যাই কহে দ্রুতগতি
শুন ধনি চতুরিণি রাধে।
চন্দ্রাবলি সঞে কানু রজনি আজু
কামে পুরায়ল সাধে।।
ঐছন শুনইতে বাত।
অরুণিত লোচন গরগর অন্তর
রোখে পুরল সব গাত।।ধ্রু।।
আপনক কামে কামি যেই কামিনী
রসিক মরম নাহি জান।
সে মঝু বিদগধ নাহক বলে ছলে
কতনা কয়ল অপমান।।
চঞ্চল মনহি থীর নাহি হোয়ত
কামে লুবধচিত কান।
ঐছন নাহক বদন না হেরব
উদ্ধব দাস পরমাণ।।