প্রাণ সজনী রাই ! প্রাণ বন্ধু মোর কোন স্থানে ধুড়িয়া না পাই।
পাইলেবন্ধু গুণ সিন্ধু দেহেতে মিশাই। বিচ্ছেদজ্বালা দিয়াকালা রইল কোনঠাই।
তাপিতঅঙ্গ শীতলঅঙ্গ কখন হাসে নাই। রংমহলে নিকুঞ্জ স্থানে প্রেম খেলে গোসাই।
ভুজঙ্গসনে হইল লড়াই সহরে ছিপাই। জিকরে জ্বলি দিয়াগুল্লি মস্তকে মারবার চায়।
অস্ত্রাঘাতে ভুজঙ্গ সাথে যে করে লড়াই। খায় তীর ভুজঙ্গ বীর জঙ্গ নিবে নাই।
ভুজঙ্গ মহলে জয় হবে ঘুচিবে বালাই।
পুণ্য নয়ন ঘোর তখন রূপ দয়াল গোসাই।
বিমল ঘরে প্রবেশ করে রসিক যে জন ভাই।
দেখবে তখন ভক্ত মোহন রং দেখি নিতাই। শিতালঙ্গে বলে বন্ধুরে যদি পাই।