প্রাননাথ কি বলিব তোরে।
জাগিল গোকুলে লোক কেমনে যাব ঘরে।।
তোমার পীতধটি আমারে দেহ পরি।
উভ করি বাঁধ চূড়া আউলাইয়া কবরি।।
কানের কুণ্ডল দেহ হাতের মুরলী।
কোলেতে আনিয়া দেহ নবীন বাছুরি।।
জ্ঞানদাস কহ কানাই পাসলি কর দূর।
চরণে পরাও তুমি কনক নূপুর।।
প্রাননাথ কি বলিব তোরে।
জাগিল গোকুলে লোক কেমনে যাব ঘরে।।
তোমার পীতধটি আমারে দেহ পরি।
উভ করি বাঁধ চূড়া আউলাইয়া কবরি।।
কানের কুণ্ডল দেহ হাতের মুরলী।
কোলেতে আনিয়া দেহ নবীন বাছুরি।।
জ্ঞানদাস কহ কানাই পাসলি কর দূর।
চরণে পরাও তুমি কনক নূপুর।।