প্রাতহি জাগি যশোমতি পেখত
ব্রজকুল-নন্দন-মুখ।
আনন্দ-নীর নিমিখ ঘন নিন্দই
কহতহি বিহিক মুরূখ।।
কো কহু অপরূপ নেহ।
পুন পুন চুম্বনে তনু পুলকাইত
স্তন-খিরে ভীগল দেহ।।
লহু লহু জাগাই পেখি নীলাম্বর
নখ-খত ঝামর দেহ।
কহ কাহে দেখি বলাম্বর পহিরণ
হা হা কন্টক-রেহ।।
দোহন সিনান করাই পুন ভোজন
শয়ন করাওত নীতি।
রাধামোহন গোঠ-বিজয় জানি
সোই করত তদুচীতি।।