প্রাণ-পিয়া-দুখ শুনিঞা শশি-মুখি
পুছই গদ-গদ বোল।
অমল কুবলয় নয়ন যুগলহি
গলয়ে ঝর ঝর লোর।।
বেশ বিসাহন সবহু বিছুরল
চললি পরিহরি মান।
তেজল কুল-ভয় নাহি গৌরব
মনহি জাগল কান।।
পীন পয়োধর জঘন গুরুতর
ভাবে গতি অতি মন্দ।
আরতি অন্তর পন্থ দুরতর
বিহিক বিরচন নিন্দ।।
গঢ়ল মনরথে চঢ়ল সুন্দরি
বিঘিনি বিপদ নাহি মান।
মিলল ভামিনি কুঞ্জ-ধামিনি
দাস গোবিন্দ ভাণ।।