প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে, দিবা নিশি ঝুরে মনে বসিয়ে ।
নিকুঞ্জ মন্দিরে থাকি, যেমন পিঞ্জরের পাখী গো,
ও গো, দুধ-ছানা সাক্ষাতে আছে, প্রাণত গেছে চলিয়ে।
শিকল পাখীর মত মন, সদায় করে উচাটন গো,
ওগো, শত শত তীরের ফল, হৃদে আছে বিন্ধিয়ে।
নাই আশা নাই ভরসা, পিঞ্জরে সদায় বাসা গো,
ওগো, কোন কলে যমুনায় যাব, কুম্ভটী সঙ্গে নিয়ে।
রূপ-সিন্ধু যমুনার জলে, যাইতে হবে কি কৌশলে গো,
ওগো, সর্ব সখী সাঁঝে আইল, মুইত রৈনু ভুলিয়ে।
যে সখী যমুনায় গেল, পূর্ণ জন্ম তার হৈল গো,
ওগো, আমানিশি দেখে শশী, চক্ষুতে দুর্বিণ বাঁধিয়ে।
ছুলতানে নাছিরা আর, মোকামে মাহ্মুদা তার গো
ওগো, পলখে ভ্রমণ করে, ফিরে আসে চলিয়ে।
দীনহীন জহুরে কয়, প্রেম বারিতে মিলন হয় গো,
ওগো, বালুচরায় ফসল হয় না, দিনত গেল মোর কাটিয়ে।