প্রাণের দোসরি নবীন কিশোরি
তোরে কি কহিব আর।
মোর প্রতি তোর এত অনুরাগ
কি দিয়া শোধিব ধার।।
একে আঁধি ঘোরি বরিখত বারি
কুলিশ পড়য়ে তায়।
নিবারিতে জল দেখিয়ে কেবল
সবে নীলাম্বর গায়।।
শিরীষের ফুল হইতে কোমল
রাতুল চরণ তোর।
ইথে কি করিয়া আইলে চলিয়া
অঙ্গ-সঙ্গ লাগি মোর।।
ধনি ধনি ধনি রমণীর মণি
তোমার নিছনি যাই।
তিতা বাস ছাড়ি অরুণিম শাড়ী
পর নহে পহিরাই।।
বসন পরিয়া বৈসহ আসিয়া
আমি ধোয়াইব পা।
শশি বলে শ্যাম তুরিত করিয়া
আগে মুছি দেহ গা।।