প্রাণনাথ বন্ধু আওরে নিশি গইয়া যায়, বন্ধু না পাই তোমারে রে।
নিশিযোগে থাকিরে নাথ শয্যার উপর। সারা নিশি গইয়া যায় নাথ হইল পসর।।
নিকুঞ্জমন্দিরে থাকিরে নাথ হইয়াগমন। আমি অভাগীয়ে ডাকি নাথ দেও দরশন।।
কুল মান গেলরে নাথ তোমার কারণ। দুঃখের দুঃখিনী আমি বন্ধু করহ মুছন।।
তোর প্রেমের ভাবে মোর বন্ধু শোষিল পাঞ্জর।
অভাগীর ভাবে কর বন্ধু দয়ার আচরণ রে।।
কালার মন্দিরে গিয়া নাথ হইলে উদিত।
সারা নিশি গত হইল বন্ধু ভানু প্রকাশিত।।
ক্ষুধা নিদ্রা নাই মোর বন্ধু কারণে তোমার।
তুমি হেন দয়ার নাথ বন্ধু দেখা দেও আমারে রে।
শিতালং ফকিরে কহে রে বন্ধু হইয়া আকুল।
মোস্তাফার পদের তলে বন্ধু মোরে দিবায় কুল রে।।