প্রাণনাথ বন্ধু আওরে নিশি অল্প আছে শুনি কুইলার সম্বাদ।
বৈকালেতে প্রাণনাথ মনেতে ভরসা। যামিনী যুগেতে নাথ পুরাইবে আশা।।
একলামন্দিরে আমি ঝুরি কর্মনাশী। পূরাও মনেরসাধ নাথ নিশিযোগে আসি।।
প্রথম প্রহর নিশি নাথ ফুটে নাগেশ্বর। বিরহিনী হৈয়া ঝুরি আইস প্রাণেশ্বর।।
পন্থ নিরখিয়া থাকি নাথ শয্যার উপরে। পিউ পিউ বলি ডাকি প্রিয় নাই মোর ঘরে।।
দ্বিতীয় প্রহরে ফুটে বন্ধু চামেলী গোলাব। প্রাণরক্ষা কর নাথ আসিয়া সিতাব ।।
দ্বিতীয় যুগেতে প্রাণনাথ যামিনী প্রবল। বিরহেতে অঙ্গ দহে নাথ না হয় শীতল।।
তৃতীয় প্রহরে ফুটেনাথ সেউতির ফুল। মদন শোকেতে প্রাণী মোর বিরহে আকুল।।
চতুর্থ প্রহরে ফুটে নাথ চাঁপা গন্ধরাজ। প্রেম শোকী হইয়া ডাকি আইস যুবরাজ।।
কালার মন্দিরে গিয়া নাথ হৈলে প্রেমবশ। কোনবিদ্যা ধরিয়া নাথ পিয়কামরস।।
কোথায় রইলায় প্রাণনাথ নাপাই উদ্দেশ। ধিয়ানেতে হায় নাথ নিশি হৈল শেষ।।
নিশি তবে শেষ হইল উদিত গগন । দুঃখিনী জানিয়া নাথ দেও দরশন।।
শিতালং ফকিরে কহে কান্ত রহিলে কোথায়।
কান্ত কান্ত বলি হায়রে প্রভু প্রাণী মোর যায়।।