প্রাণনাথ কি আজু হৈল।
কেমনে যাইব ঘরে নিশি পোহাইল।।
মৃগমদ চন্দন বেশ গেল দূর।
নয়নের কাজর গেল সিঁথার সিন্দূর।।
যতনে পরাহ মোরে নিজ আভরণ।
সঙ্গেতে লইয়া চল বঙ্কিম লোচন।।
তোমার পীতবাস আমারে দাও পরি।
উভ করি বান্ধ চূড়া আউলায়্যা কবরী।।
তোমার গলের বনমালা দাও মোর গলে।
মোর প্রিয়া সখা কৈও সুধাইলে গোকুলে।।
বসু রামানন্দ ভণে এমন পীরিতি।
ব্যাঘ্র হরিণে যেন তোমার বসতি।।