প্রভু বিনে অঙ্গ দহে শীতল হয় না পরাণী,
সজনী প্রভু বিরহের শুন কাহিনী ।
বেভুল হইয়া ফিরি মনাকার, দিন যায় আপনার,
নৌকায় ভরিয়া ধন পলাইল নীলমণি।
বণিজের না জান ভাও, দেখিয়া ভর ধন, তুমি ডুবাইলায় কাঞ্চন,
যমুনার তরঙ্গ দেখি ভয়ে কাঁপে পরাণী।
নিজে বিনাশিয়া ধন, বরাবর অকারণ তুমি হারিলায় রতন,
তরঙ্গ বিষম ঘাটে ঘাটে ধন হারাইয়া দুঃখিনী।
কেউরের কথা কেউ না শুনে, রত্নমণিবাসী তারা গোকুল নিবাসী,
রাজ পন্থ পলাইয়া কেউ যাবে না রমণী।
যার সঙ্গ যেবালয় অন্তর, সঙ্কট দেখ দুরন্তর,
বাড়াইল ভাব আসি দুঃখের সঙ্গে দুঃখিনী।
শিতালং ফকিরে কহে মোর প্রাণী, শুন প্রভুর কাহিনী,
মৃত্যুযোগে দোষ ক্ষেমিয়া তরাও রবগনি।