প্রভু প্রিয় প্রেম ধন, কামানলে দহে অঙ্গ না যায় সহন।
অখিলের নাথ প্রভু জগত তারণ, তোর প্রেমে আনন্দিত সয়াল ভুবন।
আমি দোষী কলঙ্কিনী তুই প্রভু নিরঞ্জন, কৃপায় কর মোর কলঙ্ক মোচন।
বিরহেতে প্রাণদহে ব্যাকুল মন, প্রাণরক্ষা কর প্রভু দিয়া দরশন।
লাহুত মঞ্জিলে প্রভু বিরাজ যখন, কিশোরীমোহন আসি মিলয়ে তখন।
আনন্দে করয়ে প্রভু প্রেম আলাপন, প্রেমিকের সঙ্গে মিলে মদন মোহন।
নাছুতে বিরাজে প্রভু বেরঙ্গ বরণ, উর্ধ্ব পাতালে খেলে সহিতে গগন।
তথায়ে সুন্দর পক্ষী ডাকে ঘনে ঘন, হু হু শব্দে নিজনাম করয়ে স্মরণ।
মলকুত মঞ্জিলে প্রভু সাজিয়া সাজন, দৃষ্টি যোগেতে হর যুবতীর মন।
দৃষ্টি কর প্রভু মদন মোহন, মিলন আশেতে কান্দে যুবতীর মন।
জবরুত মঞ্জিলে প্রভু চান্দের বরণ, নক্ষত্র সহিতে শশী করয়ে মিলন।
কামানলে অঙ্গ দহে না যায় সহন, মম হৃদয়েতে আইস শ্যাম নিরঞ্জন।
শিতালং ফকিরে কহে মম আলাপন, মৃত্যুযোগে আল্লা আল্লা থাকয়ে স্মরণ।