প্রভু ডাকি হে তোমায় ! প্রেমের আনলে মোর দেহা জ্বলি যায়।
দেহা জ্বলি যায় রে মোর শোষিল পাঞ্জর, প্রতু বিনে কামানলে দগধে অন্তর।
জাঙ্গালেসে আওরে বন্ধু জাঙ্গালেসে যাও, শ্রীকুলার হাটে গিয়া মুররী বাজাও।
মুররী বাজাওরে বন্ধু পবন সহিত, অবলা রাধায় শুনি ব্যাকুল চিত।
বাঁশীটি বাজাও প্রভু ঠাকুল দয়াল, বাঁশীতে আছয়ে বন্দী জগত সয়াল।
জগত সয়াল বন্দী যত জীব দান, বান্ধিয়াছ মুররীতে অবলার প্রাণ।
প্রভুর বিচ্ছেদে জ্বলে বিরহে আকুল, অন্তর দগধে মোর না হয় শীতল।
শীতল না হয়রে দেহা কি করি উপায়, পন্থ নিরখিয়া থাকি তোর প্রেম দায়।
নিতি নিতি যাও ওরে প্রভু মথুরার হাট, বিরাজিত করে অলি ত্রিপুন্নীর ঘাট।
ধরিতে না যায় ধরা কি করিরে নাথ, ভ্রমিয়া করয়ে খেলা পবনের সাথ।
নিকুঞ্জেতে আওরে বন্ধু নিকুঞ্জেতে যাও, মুই দোষী কর্মনাশী ফিরিয়া না চাও।
অঙ্গ জ্বলে বিরহেতে না যায় সহন, জবরুত মঞ্জিলে প্রভু বিরাজ যখন।
চন্দ্র যেন প্রকাশ হয় উদিত গগন, গগনে উদিতে যেন আনন্দ মোহন ।
হৃদের সহিতে মোর শশী সম্মিলন, প্রভুবিনে অঙ্গ মোর দহে নিরন্তর।
নিদয়া নিঠুর বন্ধু দয়া নাহি তোর, অন্তরেতে কামানলে আকুলিত মন।
নিকুঞ্জ মন্দিরে খেলে প্রভু কুঞ্জলাল, কাজল কুঠায় প্রবেশিলে দুধের ছাওয়াল।
দুধের ছাওয়াল নহে ঠাকুর দয়াল, দরশন দিয়া মোরে করহে নিহাল।
শিতালং ফকিরে কহে না হৈল চিন, বিনা দরশনে মুই গওয়াইলু দিন।
বৃথা কাজে দিন গেল না হৈল মিলন, প্রভুর বিরহে মোর আকুলিত মন।