প্রভুহে এইবার করহে করুণা।
যুগল চরণ দেখি সফল করিব আখিঁ
এই বড় মনের বাসনা।।ধ্রু।।
নিজ পদসেবা দিবা নাহি মোরে উপেখিবা
তুহুঁ পহুঁ করুণা সাগর।
দুহুঁ বিনু নাহি জানো কত বড় ভাগ্য মানো
মুঞি বড় পতিত পামর।।
ললিতা আদেশ পাঞা চরণ সেবিব যাঞা
প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে।
দুহুঁ দাতা শিরোমণি অতি দীন মোরে জানি
নিকটে চরণ দিবে দানে।।
পাব রাধাকৃষ্ণ পা ঘুচিবে মনের ঘা
দূরে যাবে এ সব বিকল।
নরোত্তম দাসে কয় এই বাঞ্ছা সিদ্ধি হয়
দেহ প্রাণ সকল সফল।।