প্রভুর মুণ্ডন দেখি কান্দে যত পশু পাখী
আর কান্দে যতেক নিবাসী।
বৎস নাহি দুগ্ধ খায় তৃণ দন্তে গাভী ধায়
নেহালে গৌরাঙ্গ মুখ আসি।।
আছে লোক দাঁড়াইয়া গৌরাঙ্গ মুখ চাহিয়া
কারো মুখে নাহি সরে বাণী।
দুনয়নে জল ঝরে গৌরাঙ্গের মুখ হেরে
বৃক্ষবৎ হৈল সব প্রাণী।।
ডোর কৌপীন পরি মস্তক মুণ্ড করি
মায়া ছাড়ি হৈলা উদাসীন।
বৈসে ডগমগি হৈয়া করেতে করঙ্গ লইয়া
প্রভু কহে আমি দীন হীন।।
তোমরা বৈষ্ণব বর এই আশীর্ব্বাদ কর
দুই হাত দিয়া মোর মাথে।
করিলাম সন্ন্যাস নহে যেন উপহাস
ব্রজে গিয়া পাই ব্রজনাথে।।
এত বলি গোরা রায় প্রেমে ঊর্দ্ধমুখে ধায়
কোথা বৃন্দাবন বলি কাঁদে।
ভ্রমে প্রভু রাঢ়দেশে নিত্যানন্দ তান পাশে
বাসু ঘোষ উচ্চস্বরে কাঁদে।।