প্রভুর নিশ্বাষে রূপসী জন্মিল
তাহার শুনহ বানি।
দেব সুরপুরে পুষ্পমাল্যগন্ধে
বরণ করিল আনি।।
দেব শূলপানি আনি চক্রপাণি
থাপিল তাহার হাথে।
“ইহার পোষণ করিবে জতন
দিলাঙ তোমার হাথে।।
জখন সপ্তম বালক ধরিব
সেই সে অসুর কংস ।
মায়ের বেদন বড় উপজিব
করিব বালক ধ্বংস।।
এ সব আগেতে উৎপাত হইব,
অষ্টম গর্ভের কালে।
এই সে রূপসী কাত্যায়নী নাম
জন্মিলে নন্দের ঘরে।।
জসদা উদরে জন্মিল সাদরে
ভাণ্ডিব কংসেরে দিআ।
আমারে লইব বসুদেব পিতা
রাখিব তথাই লয়া।।
গোকুলে রাখিব নন্দের ভুবনে
ভবানী আনিব ইথে।
এই সব হব অষ্টম গর্ভেতে
কহিল পুরুব রীতে।।”
গোলক-ইশ্বর এ কথা কহিআ
ভর-বিরিঞ্চির আগে—
“ব্রজ-গোপকুলে সুখে জম্ম গিআ
জাইব পছীত ভাগে।।”
চণ্ডিদাস বলে— “দৈবকী-উদরে
জন্মিব গোলোক-হরি।
অষ্টম গর্ভেতে প্রভু ভগবান্‌
রাসলীলা-অবতারী।।”