“প্রভুর আরতি কি জানি কাকুতি
তুমি সে পরম পতি ।
অপরাধ করি ক্ষেম দেব হরি
তুমি অগতির গতি।।
দেব ভগবান্ ইথে নাহি আন
ইবে সে জানিল ইহা।
বহু স্তুতি করি ধরিয়া চরণে
ধরণী পড়িয়া দেহা।।
যাহার মহিমা নাহি পায় সীমা
বেদে অগোচর যেই।
কি বলিতে জানি যার যেন রীত
বুঝিতে নারিল এই।।”
বহু স্তুতি করে পড়িয়া ভূতলে
চরণ-কমল ধরি।
চণ্ডীদাস বলে– “এ রস-মাধুরী
কেবা জানিবারে পারি।।”