প্রভাত দেখিয়া চকিতা হইয়া
কহিতে লাগিল রাই।
ওরে পঞ্চ-বাণ লহরে পরাণ
ফিরি ঘরে যাব নাই।।
মলয়-পবন বহ রে সঘন
দেহ রে দারুণ বাধা।
খলের পিরীতি রহিবে কিরিতি
পরাণে মরিলে রাধা।।
যমের বহিনী শুন মোর বাণী
আর কেনে কর ক্ষেমা।
দেহ-দাহ যাউ সুশীতল হউ
তরঙ্গে সেচহ আমা।।
কদম্ব-তরুয়া মালতি মরুয়া
তোমরা রহিলে সাখী।
শশি বলে সবে উচিত কহিবে
পুছিলে কমল-আঁখি।।