প্রভাতে পরের বাড়ী কোন লাজে আস।
এমতি নিলাজ হাসি সেই খানে হাস।।
বিজহ বিজহ বন্ধু আইলা কোন কাজে।
সেই যে রমণী ধনি তোমাকে সে সাজে।।
মল্লিকা মালতি যূথি নাগেশ্বর গাঁথি।
আসিবা আসিবা বলি পোহাইল রাতি।।
রজনি বঞ্চিয়া আইলা জ্বালাইতে আগুন।
বিহানে আইলা পোড়া-ঘায়ে দিতে লুন।।
যাঁহা বসি আছ তাঁহা তুলি ফেলি মাটি।
এখনি উঠিয়া গেলে দিব ছড়া-ঝাঁটি।।
যেমন নাগরী সঙ্গে পাইয়াছ সুখ ।
তাহার লাবণ্যজলে ধোও গিয়া মুখ।।
হেট-মাথে রহে নাগর নয়নে বহে লোর।
গোবিন্দদাস কহে কি কহব ওর।।