প্রভাতে উঠিয়া রাণী কোলেতে যাদব মণি
স্তন্য দেয় মুখচান্দ দেখি।
আরে বাছা বলি মোর সব অঙ্গে ফিরায় কর
অন্তরে হইয়া বড় সুখি।।
ধরিয়া মায়ের স্তন মুখে করি আরোপণ
গোপাল টানিছে ধীরে ধীরে।
কতোবা উদরে যায় কতো দুখ বাহিরায়
মুখ বায়্যা পড়িছে শরীরে।।
নন্দ আসি হেন কালে শোধাইছে যশোদারে
দুখ কেন তোলে শ্যাম রায়।
রাণী বোলে নাহি ডর পোসাল্যাছে পয়োধর
রাত্রে বাছা দুধ নাহি খায়।।
অনন্ত ব্রহ্মাণ্ড পতি পুত্র ভাবে যশোমতী
তাহারে করায় স্তন পান।
দাস হরেকৃষ্ণ বোলে ত্রিভুবন মণ্ডলে
কার ভাগ্য যশোদা সমান ।।