প্রভাতে উঠিয়া মুখ পাখালিয়া
বসিলা নিভৃতে গিয়া।
মুকুর লইয়া নিজ মুখ তবে
দেখয়ে আনন্দ হয়া।।
চূড়ার উপরে মল্লিকার মালা
বিথান হইয়া গেছে ।
অলকার মাঝে সিন্দূরের বিন্দু
ভালেতে লাগিয়া আছে।।
সিন্দূরের বিন্দু হেরিতে তখন
রাধারে মনেতে হয়ে।
অঙ্গ পুলকিত ছাড়িলা নিশাস
নয়ানে ধারা যে বয়ে।।
হেমই খমরে সুবল তখন
দাঁড়াইলা আসি কাছে।
মুখ নিরখিয়া চমকিত হয়া
শ্যামেরে তখন পুছে।
বসিয়া বিরলে কিসের কারণে
কান্দিহ বলহ মোরে।
বুক মুখ ব্যায়া ধারা যে পড়্যাছে
মুকুর দেখিয়া করে।।
নাগর তখন বলেন বচন
শুনরে সুবল ভাই।
জ্ঞানদাস কহে অন্য কিছু নহে
মনেতে পড়্যাছে রাই।।