প্রবর্ত্ত দেহের সাধন করিলে কোন বরণ হব।
কোন কর্ম্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব।।
নব বৃন্দাবন নব নাম হয় সকল আনন্দময়।
কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষে মিলিত হইয়া রয়।।
কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু-লতা চারি পাশে।
কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শ্রীরূপমঞ্জরী সাথে।।
কোন বৃন্দাবনে রস উপজয়ে সুধার জনম তায়।
কোন বৃন্দাবনে বিকসিত পদ্ম ভ্রমরা পশিছে তায়।।
গোপতের পথ না হয় বেকত রসিক জনার সনে।
উপাসনা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে।।
দ্বিজ চণ্ডীদাস না জানিয়ে তত্ত্ব কেমনে হইবে পার।
উত্তম কুলেতে লভিয়ে জনম ছি নীচ সহ ব্যবহার।।