প্রফুল্লিত কনক কমল মুখমণ্ডল
নয়নখঞ্জন তাহে রাজে।
ললাট মাঝে মাঝে শোভে হরিমন্দির
পরিধানে পট্টাম্বর সাজে।।
জয় জয় গোরাচাঁদ কলুষবিনাশ।
পতিতপাবন জন- তারণকারণ
সংকীর্ত্তন পরকাশ।।ধ্রু।।
আজানুলম্বিত ভুজদণ্ড বিরাজিত
গলে দোলে মালতীদাম।
ভুবনমনোহর দীর্ঘ কলেবর
পুলক কদম্ব অনুপাম।।
প্রাতরঅরুণ রুচি শ্রীপাদপল্লব শুচি
অভেদ অদ্বৈতনিত্যানন্দ।
এ যদুনন্দন দাসে আনন্দসায়রে ভাসে
চরণকমলমকরন্দ।।