প্রথম জউবন নব গরুঅ মনোভব
ছোটি মধুমাস রজনি।
জাগে গুরুজন গেহ রাখএ চাহ নেহ
সংসঅ পড়লি সজনি।।
নলিনী দল নির চিত ন রহএ থির
তত ঘর তত হো বহার।
বিহি মোর বড় মন্দা উগি জনু জাএ চন্দা
সুতি উঠি গগন নিহার।।
পথহু পথিক সঙ্কা পয় পয় ধএ পঙ্কা
কি করতি ও নব তরুনী।
চলএ চাহ ধসি পুনু পড় খসি খসি
জালক ছেকলি হরিনী।।
(সাএ সাএ) কওন বেদন তসু জানে।
নিকুঞ্জ বহহি হরি জাইতি কওন পরি
অনুখন হন পঁচবানে।।
বিদ্যাপতি ভন কি করত গুরুজন
নীদ নিরূপন লাগী।
নয়ন নীর ভরি চীর ঝাপাবএ
রয়নি গমাবএ জাগী।।