প্রথমহি সিনেহ বঢ়াওল
জে বিধি উপজাএ।
সে আবে হঠে বিঘটাওঁ
দূসন কওন মোর পাএ।।
এ সখি হরি সুমঝাওব
কএ মোর পরথাব।
তহ্নিকে বিরহে মরি জাএব
তিরিবধ কওন আব।।
জীবন থির নহি অথিকএ
জৌবন তহু থোল।
বচন আপন নিরবাহিঅ
নহি করিঅএ ওল।।
প্রথমহি সিনেহ বঢ়াওল
জে বিধি উপজাএ।
সে আবে হঠে বিঘটাওঁ
দূসন কওন মোর পাএ।।
এ সখি হরি সুমঝাওব
কএ মোর পরথাব।
তহ্নিকে বিরহে মরি জাএব
তিরিবধ কওন আব।।
জীবন থির নহি অথিকএ
জৌবন তহু থোল।
বচন আপন নিরবাহিঅ
নহি করিঅএ ওল।।