প্রথমহি উপজল নব অনুরাগে।
মন কর প্রান ধরিঅ তসু আগে।।
আর দিনে দিনে ভেল প্রেম পুরানে।
ভৃগুতল কুসুম সুরভি কর আনে।।
হরিকে কহব সখি হমরি বিনতী।
বিসরি ন হলবিএ পুরুব পিরিতী।।
রভস সমঅ পিআ জত কহি গেলা।
অধরাহু আধ সেহও দূর ভেলা।।
ভনহি বিদ্যাপতি এহো রস ভানে।
রাএ সিবসিংহ লখিমা দেই রমানে ।।