প্রথমহি অলক তিলক লেব সাজি

প্রথমহি অলক তিলক লেব সাজি।
চৃঞ্চল লোচন কাজরে আঁজি।।
জাএব বসনে আঁগ লেব গোএ।
দূরহি রহব তেঁ অরথিত হোএ।।
মোরি বোলব সখি রহব লজাএ।
কুটিল নয়নে দেব মদন জগাএ।।
ঝাঁপব কুচ দরসাওব কন্ত।
দৃঢ় কএ বাঁধব নিবহুক অন্ত।।
মান করএ কিছু দরসব ভাব।
রস রাখব তেঁ পুনু পুনু আব।।
হম কি সিখওবি অওর রস-রঙ্গ।
অপনহি গুরু ভএ কহত অনঙ্গ।।
ভনই বিদ্যাপতি ই রস গাব।
নাগরি কামিনি ভাব বুঝাব।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ