প্রতি অঙ্গে মণি মুকুতা খিচনি
বিজুরি চমকে তায়।
ছি ছি কি অবলা সহজে চপলা
মদন মুরুছা পায়।।
সজনি ল সই না জানি কি হৈল
আধ-নয়নে চাঞা।
প্রিয়-সখী-বোল চিত উতরোল
দেখিলুঁ আপনা খাঞা।।
হিয়ার ভিতরে টানিয়া টানিয়া
কাতারে পরাণ কাটে।
* * *
চন্দন তিলক আধ ঝাঁপিয়া
বিনোদ চুড়াটি বান্ধে।
জ্ঞানদাস কহে ভালই সে তারে
সদাই পরাণ কান্দে।।