পৌষে প্রবল শীত জ্বলন্ত পাবকে।
কান্ত আলিঙ্গনে দুখ তিলেক না থাকে।।
নবদ্বীপ ছাড়ি প্রভু গেলা দূর দেশে।
বিরহআনলে বিষ্ণুপ্রিয়া পরবেশে।।
ও গৌরাঙ্গ প্রভু হে পরবাস নাহি সহে।
সংকীর্ত্তন অধিক সন্ন্যাসধর্ম্ম নহে।।
পৌষে প্রবল শীত জ্বলন্ত পাবকে।
কান্ত আলিঙ্গনে দুখ তিলেক না থাকে।।
নবদ্বীপ ছাড়ি প্রভু গেলা দূর দেশে।
বিরহআনলে বিষ্ণুপ্রিয়া পরবেশে।।
ও গৌরাঙ্গ প্রভু হে পরবাস নাহি সহে।
সংকীর্ত্তন অধিক সন্ন্যাসধর্ম্ম নহে।।