পৌগণ্ড বয়স শেষ গৌরাঙ্গ সুন্দর।
ভুরূর নাচনি করে কিবা সে অন্তর।।
লাজে অবনত মুখ আর আঁখি দুটি।
বুঝিতে নারিনু এই ভাব-পরিপাটি।।
বাম নয়নে পুন কটাক্ষ করয়।
মধুর মধুর স্মিত বুঝিল না হয়।।
কুন্দন কনয়া জিনি অঙ্গ ঝলমলি।
রাধামোহন-পহুঁ ভাবে কুতূহলী।।
পৌগণ্ড বয়স শেষ গৌরাঙ্গ সুন্দর।
ভুরূর নাচনি করে কিবা সে অন্তর।।
লাজে অবনত মুখ আর আঁখি দুটি।
বুঝিতে নারিনু এই ভাব-পরিপাটি।।
বাম নয়নে পুন কটাক্ষ করয়।
মধুর মধুর স্মিত বুঝিল না হয়।।
কুন্দন কনয়া জিনি অঙ্গ ঝলমলি।
রাধামোহন-পহুঁ ভাবে কুতূহলী।।