পেখলুঁ অপরুব রামা।
কুটিল কটাখ লাখ শর বরিখনে
মন বান্ধল বিনু দামা।।
পহিল বয়স ধনি মুনি-মনমোহিনী
গজবর জিনি গতিমন্দা।
কনকলতা তনু বদন ভান জনু
উয়ল পুনমিক চন্দা।।
কাঁচা কাঞ্চন সাঁচ ভরি দৌ কুচ
চুচুক মরকত শোভা।
কমল কোরে জনু মধুকর শুতল
তাহিঁ রহল মনলোভা।।
বিদ্যাপতি পদ মোহে উপদেশল
রাধা রসময় ফন্দা।
গোবিন্দদাস কহ কৈছন হেরল
যো হেরি লাগয়ে ধন্দা।।