পূর্ব্বাহ্নে ধেনু মিত্র সঙ্গে করি নানা চিত্র
বিপিন গমন কৈলা হরি।
ব্রজেশ্বর ব্রজেশ্বরী অতি স্নেহে হিয়া ভরি
ব্রজলোক সঙ্গে আগুসরি।।
লালন করিয়া তারা ঘরে আইলা চিত্র পারা
কৃষ্ণ প্রবেশিলা বৃন্দাবনে।
রাধাময় দেখি বন চঞ্চল হইল মন
তেজি সখাসঙ্গ ক্রীড়ারণে।।
রাধাকুণ্ড তীরে আইলা মিলিতে উৎকণ্ঠ হৈলা
রাইসঙ্গ চিন্তিতে লাগিলা।
রাই আনিবার কাজে কহে নর্ম্মসখা মাঝে
ধনিষ্ঠাকে পাঠাইয়া দিলা।।
শ্রীরাধিকা কৃষ্ণে দেখি গৃহে আইলা সঙ্গে সখী
বিমনা হইয়া অভিসরি।
তাম্বূল চন্দন মালা রাই তাহাঁ পাঠাইলা
তুলসীকে বিবরণ বলি।।
মিত্র পূজিবার তরে জটিলা আদেশ করে
তাহাতে আনন্দ হইয়া মনে।
তভু কৃষ্ণঅদর্শনে লক্ষ লক্ষ যুগ মানে
এ যদুনন্দন দাস ভণে।।