পূরুবে গোবর্ধন ধরল অনুজ যার
জগজনে বলে বলরাম।
এবে সে চৈতন্য সঙ্গে আইলা কীর্ত্তন রঙ্গে
আনন্দে নিত্যানন্দ নাম।।
পরম উদার করুণাময় বিগ্রহ
ভুবনমঙ্গল গুণধাম।
গৌরপিরীতিরসে কটির বসন খসে
অবতার অতি অনুপাম।।
নাচত গাওত হরি হরি বোলত
অবিরত গৌরগোপাল।
হাস পরকাশ মিলিত মধুরাধরে
বোলত পরম রসাল।।
রামদাসের পহুঁ সুন্দর বিগ্রহ
গৌরীদাস আন নাহি জানে।
অখিল লোক যত ইহ রসে উনমত
জ্ঞানদাস নিতাই গুণগানে।।