পূরবে শ্রীদাম এবে অভিরাম
মহাতেজপুঞ্জরাশি।
বাঁশী বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে
শ্রীখণ্ড গ্রামেতে আসি।।
দেখিয়া মুকুন্দে কহয়ে সানন্দে
কোথায় রঘুনন্দন।
তাহার দেখিতে আইলাম এথাতে
আনি করাও দরশন।।
শুনি ভয় পাঞা রাখে লুকাইয়া
গৃহেতে দুয়ার দিয়া।
তেহোঁ নাহি ঘরে বলি স্তুতি করে
অভিরাম গেলা না দেখিয়া।।
বড়ডাঙ্গি নামে স্থান নিরজনে
নৈরাশ হইয়া বসি।
বুঝি তার মন শ্রীরঘুনন্দন
অলখিতে মিলে আসি।।
দেখিয়া তাহারে দণ্ডবৎ করে
দুই চারি পাঁচ সাতে।
শ্রীরঘুনন্দন করি আলিঙ্গন
আনন্দ আবেশে মাতে।।
তবে দুহুঁ মেলি নাচে কুতূহলী
নিজপহুগণ গাইয়া।
চরণ ঝাড়িতে নূপুর পড়িল
আকাইহাটেতে যাইয়া।।
অভিরাম সনে শ্রীরঘুনন্দনে
মিলন হইল শুনি।
সঘনে মুকুন্দ হই নিরানন্দ
কান্দে শিরে কর হানি।।
পত্নীর সহিতে বিষাদিত-চিতে
আইল দোঁহার পাশ।
দুহুঁ নৃত্য গীত দেখি হরষিত
ভণয়ে উদ্ধব দাস।।