পুলক পূরল অঙ্গ নিজগুণ শুনি।
প্রেমে অঙ্গ গর গর লোটায় ধরণী।।
খেনে নরহরি অঙ্গে অঙ্গ হেলাইয়া।
গদাধর মুখ হেরি পড়ে মুরছিয়া।।
খেনে মালসাট মারে খেনে বলে হরি।
রাধা রাধা বলি কাঁদে ফুকরি ফুকরি।।
ললিতা বিশাখা বলি ছাড়য়ে নিশ্বাস।
ধৈরয ধরিতে নারে গোবিন্দদাস।।