পুলকে পূরল তনু নিজ গুণ শুনি।
প্রেমে অঙ্গ গরগর লোটায় ধরণী।।
খেণে নরহরিঅঙ্গে অঙ্গ হেলাইয়া।
গদাধরমুখ হেরি পড়ে মুরছিয়া।।
খেণে মালশাট মারে খেণে বলে হরি।
রাধা রাধা বলি কান্দে ফুকরি ফুকরি।।
ললিতা বিশাখা বলি ছাড়য়ে নিশাসা।
ধৈরজ ধরিতে নারে গোবিন্দদাসা।।