পুরুষ ভমরসম কুসুমে কুসুমে রম
পেঅসি করএ কি পারে।
ডর ন রাখল পহু পরতখ ভেলনহু
ওর ধরি ভেল বিচারে।
ভল ন কএল তোহেঁ সুমুখি সরূপ কোহোঁউ
লেপন পিঅ অপরাধে।
সেহে সআনী নারি পিঅগুণ পরচারি
বেকতও দোস নুকাবে।
নিসি নিসি কুমুদিনি সসধর পেম জিমি
অধিক অধিক রস পাবে।
ভনই বিদ্যাপতি অরে রে বর জুবতি অবহু করিঅ অবধানে।
রাজা সিবসিংহ রূপনরায়ন লখিমা দেবি রমানে।