পুরুখ রতন হেরি মন ভেল ভোর।
তিল আধ সুখ লাগি দুখ নাহি ওর।।
বড় অভিলাষে ভজিলুঁ বর নাহ।
দৈবে বিমুখ ভেল কি কহব কাহ।।
দরশন দুলহ দুলহ নব নেহ।
বিরহে বিকল মন জীবন সন্দেহ।।
অপরূপ রূপ মধুর রসলীলা।
সকল নাগরিগণ কষণকশিলা।।
অনুচিত কাজ সহজে মঝু ভেলা।
সোঙারি সো তনু নব যৌবন গেলা।।
মরমক দুখ কহিতে হয় লাজ।
দারুণ দৈব কয়ল কোন কাজ।।
রসিক শিরোমণি নাগর কান।
কাহে হেন ভেল কবিরঞ্জন ভাণ।।