পুরুখ রতন লেখিয়া লাখগুণ
দেখিয়া না দেখিলুঁ পাছে।
এঘর হইল পব সে সুখ সব দূর
এ নারীর আর কেবা আছে।
সই কি আর বোলসি মোরে।
এ পাপ চিতে, নিতি যতেক উপজয়ে,
সে কথা কহিব কাহারে।
পিরিতি বিচ্ছেদ, মিরিতি অধিকহি,
কহিল কত কত জনে
সে সব বচন, শ্রবণে না শুনিয়ে,
সে ফল বুঝি এ এখনে।।
মনের আগুনি, মনেতে নিভাইতে,
আপনা আপনি বুঝাই।
জ্ঞানদাস বোলে, যখন যে পড়য়ে
সে সব সহিবারে চাই।।