পুন নাহি হেরব সো চান্দবয়ান।
দিনে দিনে ক্ষীণ তনু না রহে পরাণ।।
আর কত পিয়াগুণ কহিব কান্দিয়া।
জীবন সংশয় হৈল পিয়া না দেখিয়া।।
উঠিতে বসিতে আর নাহিক শকতি।
জাগিয়া জাগিয়া কত পোহাইব রাতি।।
সো সুখসম্পদ মোর কোথাকারে গেল।
পরাণ পুতলী মোর কে হারিয়া নিল।।
আর না যাইব সোই যমুনার জলে।
আর না হেরব শ্যাম কদম্বের তলে।।
নিলজ পরাণ মোর রহে কি লাগিয়া।
জ্ঞানদাস কহে মোর ফাটি যায় হিয়া।।